অফবিট
হাতির দাঁত দিয়ে তৈরি বিশাল আকৃতির কৃত্রিম পুরুষাঙ্গ! কেন এই মহিলা সেটি কেনার জন্য পাগল?
Advertisement
৪০ বছর বয়সী সানা স্কট আয়ারল্যান্ডের অধিবাসী। এক অদ্ভুত শখ পোষেন তিনি। দেশে হোক বা বিদেশে যেমন ধরনের সেক্সটয় পাওয়া যাক না কেনো তিনি সব কিনতে আগ্রহী। সব সেক্সটয় কিনে তিনি তার সংগ্রহশালায় সাজিয়ে রাখেন। সেক্সটয়- এর জন্যে আমি সব কিছু করতে পারি, এমনটাই দাবি এই মহিলার।
এই শখ পূরণ করতে গিয়েই সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁর সামনে আসে ১৮৪০ খ্রিস্টাব্দের এক বিশাল আকারের ‘ডিলডো’ অর্থাৎ কৃত্রিম যৌনাঙ্গ, যা হাতির দাঁত দিয়ে তৈরি। এটাও জানা গিয়েছে যে চাকরির সূত্রে বাইরে থাকা এক স্বামী তার আয়ারল্যান্ডবাসী স্ত্রীকে এই প্রাচীন ডিলডোটি উপহার হিসেবে পাঠিয়ে ছিলেন।