হাই অ্যালার্ট জারি করা হলো মুম্বই উপকূলে। জলপথে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা মুম্বইয়ে। ইন্ডিয়ান কোস্ট গার্ড (আইসিজি) স্বাধীনতা দিবসের আগে মুম্বইয়ে হাই অ্যালার্ট জারি করেছে এবং পূর্ব ও পশ্চিম উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তত্ক্ষণাত্ খবর দেওয়ার জন্য বলেছে শহরের পুলিশকে। এক আধিকারিক জানিয়েছেন, ‘দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে। সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।’ আইসিজি- এর নির্দেশ পেয়ে মুম্বই পুলিশ সম্পূর্ণ শহরে সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছে। মুম্বইয়ের ৭০টি তীরে যেখানে জাহাজ এসে ঢোকে, সেখানে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে, যেন কেউ লুকিয়ে শহরে প্রবেশ না করতে পারে। ওই এলাকাগুলিতে যাতে কোনও গাড়িই না দাঁড়িয়ে থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। রাতে সংবেদনশীল এলাকাগুলিতে প্যাট্রোলিং-এর নির্দেশও দেওয়া হয়েছে।
Related Articles
Ration Card: রেশন কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম যোগ করুন বাড়িতে বসে মাত্র ৫ মিনিটে, রইলো স্টেপ বাই স্টেপ গাইড
December 12, 2024
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পেয়ে যাবেন ২১ হাজার টাকা, জেনে নিন এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত
December 11, 2024