রাজ্য সরকার বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করছে ইন্টারভিউ দ্বারা। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কোলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে 334 টি। 01.01.2019 অনুসারে আবেদন করতে পারে 20 থেকে 60 বছর বয়সীরা। ন্যূনতম যোগ্যতা অষ্টম পাস। কলকাতা পুলিশের এলাকার বাসিন্দারা, NCC, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, স্কাউট এর দেওয়া হবে অগ্রাধিকার এই পদের জন্য। kolkatapolice. gov. in থেকে ফর্ম ডাউনলোড করে আবেদনপত্র পরিচয় ঠিকানা ও যোগ্যতা ও ছবি জমা দিতে হবে এবং লিখতে হবে“Application for the post of civic volunteer”.
এবং পাঠাতে হবে Deputy Commissioner of Police, Traffic Department, Kolkata, Address: Traffic Training School, 8, Tarashankar Sarani, Kolkata 700037 (Near Taltala police station) আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে আবেদন জমা দিতে হবে।