এবছর দেরিতে বর্ষা ঢুকলেই তেমন জোরদার বর্ষনের মুখ এখনও দেখেনি দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু উপকূলের জেলাগুলিতে রয়েছে ব্যাপক বৃষ্টির আশঙ্কা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হলেও তার প্রতিক্রিয়া তেমন দেখা যায়নি। আলিপুর আবহাওয়া দপ্তর বারবার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখালেও সেরকম বৃষ্টির মুখোমুখি হয়নি দক্ষিণবঙ্গ।
খুব ভারী, টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে এমনই জানাচ্ছে আলিপুর। গতকাল কলকাতা হালকা বৃষ্টির মুখ দেখেছে, আজও কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হতে পারে হালকা বৃষ্টিপাতও। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। অন্যান্য সব জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।