জীবনযাপন

সাফল্য লাভ করতে চান? আজ থেকেই মেনে চলুন এই বিষয়গুলি, প্রমান পাবেন হাতে নাতে!

Advertisement

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে চেনে না, এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বার বার এসেছে তার নাম। সাফল্য লাভের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ তিনি বার বার বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছেন। আজ আমরা তারই দেওয়া সাফল্য লাভের কয়েকটি পরামর্শ সম্বন্ধে জানবো।

১। তাড়াতাড়ি শুরু করুনঃ শুরু করবো করবো বলে কোন কাজ ফেলে রাখবেন না। যে কাজ শুরু করবেন বলে ভাবছেন তা তাড়াতাড়িই শুরু করে ফেলুন। যাতে পরে না আফসোস করতে হয় যে, কেনো কাজটা দেরি করে শুরু করলাম।

২। দূরদৃষ্টি ও মনের জোর থাকা চাইঃ যে কোন কাজই শুরু করতে গেলে প্রথম দিকে নানান ঝড় ঝাপ্টা আসবে। কিন্তু সেই ঝড় ঝাপ্টা সামলে সামনে কিভাবে এগিয়ে যাবেন সেই দূরদৃষ্টি থাকা চাই। থাকা চাই মনের জোর।

৩। কঠোর পরিশ্রমঃ জীবনে কিছু অর্জন করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম সবসময়ই করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায়না। সাফল্যের কোন শর্টকাট হয়না, এমনটাই মত বিল গেটসের।

৪। নিজের কাজকে ভালোবাসুনঃ জীবনে সাফল্য পেতে গেলে সবার আগে নিজের কাজকে ভালোবাসতে হবে। বিশ্বাস রাখতে নিজের উপর, নিজের কাজের উপর।

৫। যোগ্য মানুষকে নিয়োগ করুনঃ সাফল্য পেতে গেলে সবার আগে দরকার আপনার কাজে যোগ্য মানুষকে নিয়োগ করা। যার সাথে আপনার মতামত মেলে, যারা আপনার কাজের ব্যাপারে কমিটেড তাদেরকেই নিয়োগ করুন।

৬। জীবনটা সহজ নয়, এটা মানতে শিখুনঃ জীবনটা যে সোজা নয়, এখানে অনেক লড়াই করতে হয় এটা সবার আগে নিজের মনে মেনে নিতে শিখুন। সকলকেই লড়াই করেই কিছু না কিছু করতে হয়, সহজে কোনকিছুই পাওয়া যায় না।

Related Articles

Back to top button