অফবিট

সমুদ্র সৈকতে যৌন মিলন দুই যুগল, চোখ যেতেই চমকে গেলেন পর্যটকরা!

Advertisement

ফুরফুরে মেজাজেই সমুদ্র সৈকতে ঘুরছিলেন পর্যটকরা। কিন্তু সৈকত সংলগ্ন সিঁড়ির এক প্রান্তে চোখ যেতেই চমকে গেলেন তারা। এ কী কাণ্ড! প্রকাশ্যে যৌন মিলনে লিপ্ত বেহুঁশ হয়ে পড়ে আছেন যুবক-যুবতী। আর সেই দৃশ্য ভিডিও ভাইরাল হতে মোটেও সময় লাগেনি।

ব্যাপারটা কী? সৈকত সংলগ্ন সিঁড়ির এক পাশে একে অপরের উপর অপ্রীতিকর অবস্থায় শুয়ে রয়েছেন যুবক-যুবতী। তাদের শরীরে নামমাত্র বস্ত্র। দেখে বুঝতে অসুবিধা হবে না যে মিলনেই লিপ্ত হন তারা। কিন্তু সে অবস্থাতেই অচেতন হয়ে পড়েছেন দুজন। অনেকে আবার মনে করছেন ওই অবস্থাতেই দুজন ঘুমিয়ে পড়েছেন।

আশপাশের মানুষের গলার স্বর বা হাসিতেও দুজনের চেতনা ফেরেনি। এমনকি সৈকতের পাশের রাস্তা পার হতে গিয়ে গাড়ি থামিয়ে অনেকে নেমে এসেছেন এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হতে। সৈকতে হাজির লোকেদের ক্যামেরাতেই বন্দি হয় দৃশ্যটি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে।

Related Articles

Back to top button