সুন্দরবন নামখানা ও কাকদ্বীপের সমস্ত নদীর ঘাটের ধারে সারি সারি দাঁড় করানো হয়েছে ট্রলার। বাকি বিভিন্ন দিকে চলছে পুলিশের মাইকিং। আবহাওয়া দপ্তর থেকে নোটিশ দিলেন উত্তাল সমুদ্রের। আগামী 72 ঘন্টা সতর্কতা জারি করেছেন দীঘা, মন্দারমনি, তাজপুর, শংকরপুর ও পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকা। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও গত কয়েকদিন থেকে ফিরে এসেছে ট্রলার। মাছ বিক্রি করে প্রত্যহ খরচ মিলবে কিনা তা নিয়ে অভিযোগ মালিকদের। হতে পারে বন্ধ বহু ট্রলার।
Related Articles
PAN Card: সহজে বানিয়ে নিন বাচ্চাদের প্যান কার্ড, এখন না করলে সুবর্ণ সুযোগ হাতছাড়া হবে
December 13, 2024
Ration Card: রেশন কার্ড বাতিলের সাথে মোটা টাকা জরিমানা হবে, এই কাজ থেকে বিরত থাকুন
December 13, 2024