নিউজ

শিক্ষিকার মারে এই কি করলেন এক ছাত্রের! এ কেমন শিক্ষা?

Advertisement

শিক্ষিকার মারে লিভার ফেটে মৃত্যু হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্র রুপম পালের। ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্রের এহেন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাঁকুড়ায়। বুধবার গুরুতর আহত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

বৃহস্পতিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে শেষ অবদি হেরেই গেল সে। ছেলের বাবার অভিযোগ, “শুনেছি কবাডি খেলা শেষ করার পর আমার ছেলে টেবিলে মাথা রেখে জিরোচ্ছিল। সেই সময় বিজ্ঞানের দিদিমণি ক্লাসে ঢোকেন। ও উঠে না দাঁড়ানোয় শিক্ষিকা ওর মাথা টেবিলে ঠুকে দেন। তারপর থেকেই আমার ছেলে রক্তবমি করতে শুরু করে। ”ঘটনা সম্পর্কে এখনও পুলিশে অভিযোগ করা হয়নি। কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ওই স্কুলের প্রধান শিক্ষক তপনকুমার পতি।

Related Articles

Back to top button