খেলা

লিও মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে কে এগিয়ে!

Advertisement

ওয়েব ডেস্ক : প্রকাশিত হলো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার “দ্যা বেস্ট” এর প্রাথমিক তালিকা। ফিফার তরফ থেকে দেশ ও ক্লাবের জার্সিতে সফল ১০ জন ফুটবলারের নাম প্রকাশ করা হয়, মেসি-রোনল্ডো রা সেই তালিকায় থাকলেও ছিলেন না নেইমার থেকে গ্রিজম্যান। সবাই কে অবাক করে তালিকার বাইরে রাখা হয় গতবারের বর্ষসেরা ফুটবলার ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ কে। আসুন একনজরে দেখে নি ঠিক কারা কারা আছেন এই তালিকায় :-

লিও মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (জুভেন্টাস, পর্তুগাল)
হ্যারি কেন (টটেনহ্যাম, ইংল্যান্ড)
সাদিও মানে (লিভারপুল, সেনেগাল)
কিলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স)
মোহাম্মাদ সালাহ (লিভারপুল, ইজিপ্ট)
ভার্জিল ভ্যান জিক (লিভারপুল, নেদারল্যান্ড)
ইডেন হ্যাজার্ড
(রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)
ম্যাথিয়াস ডি লিট
(জুভেন্টাস, নেদারল্যান্ড)
ফ্রাঙ্কি ডি জঙ্গ
(বার্সেলোর, নেদারল্যান্ড)

Related Articles

Back to top button