ইভেন্টদেশনিউজ

লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! তিনি ঠিক কি বলেছেন জেনে নিন!

Advertisement
Advertisement

রাজীব ঘোষ : ৭৩ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে বলেন, ৩৭০ ধারা এবং ৩৫ এ বাতিলের পর দেশের সমস্ত মানুষ সমর্থন করেছে। ৭০ বছরের সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।দুর্নীতি আমাদের দেশের জটিল রোগ।আমরা বহু অপ্রয়োজনীয় আইন বাতিল করেছি।কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে।ভারতে এখন বহু দেশ বিনিয়োগে আগ্রহী।

Advertisement
Advertisement

শোষিত পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।সতীদাহ প্রথা বাতিল হলে তিন তালাক বাতিল হবে না কেন?এখন আমরা বলতে পারি এক জাতি,এক দেশ।এখনো ভারতের অর্ধেক মানুষ পানীয় জল পান না।দুর্নীতির চিকিৎসা শুরু করেছি।ক্ষমতায় এসেই সরকারের অনেক উচ্চ পদাধিকারীদের সরিয়ে দিয়েছি।কারন এরা দেশের উন্নতির কথা ভাবে না।কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।সারা পৃথিবী থেকে সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের যথেষ্ট ভূমিকা রয়েছে। মুসলিম মা ও বোনেরাও উন্নয়নে সামিল হোন।মোদী বলেন, আমাদের মুসলিম মা-বোনেদের তিন তালাকের আতঙ্ক মুক্ত হয়েছে।জম্মু, কাশ্মীর, লাদাখ ভারতের প্রেরণা হয়ে উঠতে পারবে।

Advertisement

এখন আমরা এক দেশ,একসাথে নির্বাচন চাইছি।আমাদের দেশের জনসংখ্যার বিস্ফোরণ সঙ্কট তৈরী করছে।এবিষয়ে সচেতনতা প্রয়োজন।তিন বাহিনীর সমন্বয়ের জন্য নতুন পদ তৈরী করা হচ্ছে।আমাদের দ্রুত উন্নতি করতে হবে।তাই চিন্তা ভাবনা বদলানো দরকার।আমরা ৫ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছবো।আমাদের সৈন‍্যবাহিনীকে একসঙ্গে মিলে কাজ করতে হবে।আগামী বছরই ভারত ছোঁবে ল‍্যান্ডমার্ক।পর্যটন শিল্পের উন্নতি করতে হবে।কর্মসংস্থান বাড়লে দেশের অর্থনীতি বাড়বে।

Advertisement
Advertisement

তৈরী হবে চিফ অফ ডিফেন্স স্টাফ।নতুন সরকারের এখনো ১০ সপ্তাহ হয়নি।জিএসটির মাধ্যমে এক দেশ,এক করব‍্যবস্হা।সংশোধিত ইউএপিএ বিল পাশ করা হয়েছে। ২০১৯–২৪ দেশের ইচ্ছাপূরনের সময়।পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।বৃদ্ধির জন্য দুনিয়ায় প্রশংসিত ভারত।লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।তিনি বলেন, গত ৭০ বছরে যা হয়নি সেটা করেছে এনডিএ।প্রধানমন্ত্রী বক্তব্যের শেষে বন্দে মাতরম ধ্বনি দিয়ে সকলকে অভিনন্দন জানান।

Advertisement

Related Articles

Back to top button