রোগীর সামনে অপারেশন করতে গিয়ে ডাক্তার যা করলেন! (দেখুন ভাইরাল ভিডিও)
অপারেশন টেবিলে অচেতন অবস্থায় শুয়ে রয়েছেন রোগী। আর তাঁর সামনেই গান চালিয়ে অস্ত্রোপচারের সরঞ্জাম হাতে নিয়ে দেদার নাচানাচি করে চলেছেন চিকিৎসক উইন্ডেল বউট ও তাঁর সহকারীরা! আবার নাচের ফাঁকেই মাঝে মধ্যে অস্ত্রোপচারের কাজও সেরে নিচ্ছেন তাঁরা।
অস্ত্রোপচারের কাজটা যেকোনও চিকিৎসকের কাছেই চ্যালেঞ্জিং। রোগীকে সুস্থ, স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে কঠিন লড়াই করেন চিকিৎসক। আর সে কারণে অনেক সময়ই অস্ত্রোপচারের আগে রোগীকে সাহস জোগাতে তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন চিকিৎসক।
কিন্তু চাপ কাটাতে ডক্টর উইন্ডেল বউট যা করেন, তাতে তাঁকে বারবারই বিতর্কের মুখে পড়তে হয়। ডাক্তারের পোশাক গায়ে চাপিয়ে তাঁর অদ্ভুত সব কাণ্ডকারখানার জন্য ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। আর এবার নিজেকে আরও একবার ছাপিয়ে গেলেন তিনি।
ভিডিওটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ভাববেন, এমনটাও সম্ভব? আটলান্টা বোর্ডের শংসাপত্র প্রাপ্ত এই চর্মরোগ বিশেষজ্ঞের ভিডিওগুলি চমকে দেওয়ার মতোই। তেমনই একটি নতুন ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন ডক্টর উইন্ডেল। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।