রিপোর্টে দেখা গিয়েছে, বিশ্বের মধ্যে সোনার অলঙ্কার ব্যাবহারকারী গ্রাহকের সংখ্যার দিক থেকে ভারত প্রায় প্রথম। সোনার দাম ক্রমশ দিন দিন বেড়েই চলেছে। বাজেটে দামী ধাতু ও রত্নে অতিরিক্ত শুল্ক বসানোর পর থেকে বাড়তে থাকে সোনার দাম। এবার সোনার দাম প্রায় আকাশ ছুঁয়ে গেল, গড়ল নতুন রেকর্ড। সোনা ব্যাবসায়ীদের মাথায় হাত পড়েছে ইতিমধ্যেই। বিয়ের মরশুমে সোনা ব্যাবসায়ীরা মাছি তাড়াচ্ছেন। এত দাম বৃদ্ধির ফলে উৎসবের মরশুমে সোনার অলঙ্কার বিক্রি নিয়ে বাড়ছে সমস্যা। সোমবার কলকাতায় সোনার দাম ছিল ৩৬,৭২৫ টাকা। মঙ্গলবার বাজার বন্ধের সময় ২৪ ক্যারেট সোনার দাম কলকাতায় ৩৭,৬২৫ টাকা।
Related Articles
Skin Care Tips: মাজিকের মতো ভ্যানিশ হবে কালো দাগ, ঘরের এই উপকরণগুলো দিয়ে প্রতিদিন করুন ত্বকে ম্যাসাজ
July 13, 2024
Skin Care Tips: জ্বলজ্বল করবে মুখ, গরমকালে ‘এটি’ লাগিয়ে দেখুন, তিন দিনে ত্বক হয়ে যাবে উজ্জ্বল
June 3, 2024