যেসব সম্পর্কে ঝগড়া আছে, তাদের মধ্যেই প্রেম বেশি, অবাক হলেও এটাই সত্যি
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্রেমে আর পাঁচটা জিনিসের মতো ঝগড়া থাকবে এটা তো স্বাভাবিকই। কিন্তু মনোবিজ্ঞানী দের মতে যাদের প্রেমে ঝগড়া যত বেশি তাদের প্রেমটা ততটাই শক্ত। ততটাই শক্ত তাদের সম্পর্কের বন্ধন। অনেকের শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। মনের মানুষের সাথে তুমুল ঝগড়ার পর যখন রেগে গিয়ে যোগাযোগ করা বা কথা বলা বন্ধ করে দেয়, আর তারপর সব ভুলে নিজেই যখন আবার ফোন করেন, আর তখনই ঝগড়াকে বুড়ো আঙুল দেখিয়ে জিতে যায় প্রেম।
মনোবিজ্ঞানীদের মতে দম্পতি দের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এড়িয়ে যাওয়া। তারা ভাবে কিন্তু মুখে কিছুই বলেন না, যতক্ষণ পর্যন্ত না সেটা অসহ্যকর পর্যায়ে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত না। তারা এই কথোপকথন গুলো এড়িয়ে যান এটাই ভেবে যে, বললে হয়তো অনেক কিছু হতে পারে, কিন্তু তারা এটা বোঝেনা যে, না বললেও অনেক কিছুই হতে পারে।
এই বিষয়ে একাধিক মার্কিন গবেষণাতেও একই জিনিস দেখা গেছে। ৫০ শতাংশের বেশি মার্কিন দম্পতি বলেছেন যে, সপ্তাহে অন্তত একদিন তাদের মধ্যে ভালো করে ঝগড়া হলে তাদের পারস্পরিক যোগাযোগ, ভালবাসা বেশি থাকে। পরস্পরের কাজ নিয়ে, ভাবনা নিয়ে প্রশ্ন তোলা, তার সমালোচনা করা, অভিমান করা, এইসব সম্পর্ককে অনেক ভালো রাখে। তাই ঝগড়া নিয়ে চিন্তিত হবেন না, এটা নিজেদের মধ্যে প্রেম বাড়াচ্ছে বই কমাচ্ছে না।