এবার থেকে ট্রেনের মধ্যেই হবে মনোরঞ্জন। ট্রেন লেট থাকলে বা ট্রেন যাত্রা লম্বা হলে আর একঘেয়ে লগবে না। কারণ এবার থেকে ট্রেন বা স্টেশনে বিশেষ ওয়াই ফাইয়ের সাহায্যে দেখা হবে গান, সিনেমা, টিভি শো প্রভৃতি। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। স্টেশনে ওয়াই-ফাই প্রদানকারী সংস্থাকেই এই পরিষেবার দায়িত্ব দেওয়া হবে।
এই নুতন পদক্ষেপের কথা রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইট করে জানান। তিনি টুইট করেন, “এই পরিষেবা যাত্রীদের খুব পছন্দ হবে! খুব শীঘ্রই আপনারা নিজের পছন্দের সিনেমা, শো এবং গান স্ট্রিমিং করতে পারবেন।” এই পরিষেবার নাম দেওয়া হচ্ছে ‘রেলটেল’।