নিউজ

মোদীর নয়া প্রকল্পের সুফল ভোগ করছে বাংলাও!

Advertisement

রাজীব ঘোষ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের দৈনন্দিন জীবন যাপনের জন্য এক নতুন প্রকল্প চালু করেছেন।সেই নতুন প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলাও।এই রাজ‍্যের মধ্যে প্রথম এই প্রকল্পের সুফল পেতে চলেছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মানুষেরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর সিটি গ‍্যাস ডিস্ট্রিবিউশনের উদ্বোধন করেছেন।এই প্রকল্পে পাইপের মাধ্যমে মানুষের বাড়িতে রান্নার গ‍্যাস পৌঁছে দেওয়া হবে।সেই রান্নার গ‍্যাস পৌঁছে দিচ্ছে ইন্ডিয়ান অয়েল আদানি গ‍্যাস প্রাইভেট লিমিটেড।

এই বেসরকারী সংস্থাটি পেট্রোলিয়াম অ্যান্ড ন‍্যাচারাল গ‍্যাস রেগুলেটরি বোর্ডের (PNGRB) কাছে থেকে এই দায়িত্ব পেয়েছে।যার ফলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে।ইতিমধ্যে বহু গ্রাহক এই পদ্ধতিতে রান্নার গ‍্যাস নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে।অনেক মানুষের বাড়িতে পাইপের মাধ্যমে গ‍্যাসের কানেকশন করে দেওয়া হয়েছে।এই পাইপ লাইনে গ‍্যাস নিতে হলে গ্রাহককে এককালীন সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে।যদিও এই টাকা ফেরতযোগ‍্য।

কোনো গ্রাহক প্রতি মাসে যে টাকার গ‍্যাস খরচ করবেন, তার ভিত্তিতে সেই গ্রাহকের কাছে থেকে টাকা নেওয়া হবে।পাইপের মাধ্যমে এই রান্নার গ‍্যাস পোস্টপেইড সিস্টেমে দেওয়া হবে।বর্তমান সময়ে মানুষেরা যেভাবে রান্নার জন্য সিলিন্ডারের গ‍্যাস ব‍্যবহার করেন, তার তুলনায় এই পাইপের মাধ্যমে গ‍্যাস অনেক সস্তা, নিরাপদ এবং পরিবেশ বান্ধব।ইতিমধ্যে দুই বর্ধমান জেলায় বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে গ‍্যাস পৌঁছে দেওয়া শুরু হয়ে গিয়েছে।

এই দুই জেলায় মোট ২ লক্ষ ৪৭ হাজার ৯০০ এলপিজি গ্রাহক রয়েছেন।মূলত সংস্থার তরফে এই লক্ষাধিক গ্রাহককে টার্গেট করে পাইপের মাধ্যমে গৃহস্হের রান্নাঘরে গ‍্যাসের কানেকশন পৌঁছে দেওয়া হচ্ছে।স্বাভাবিক ভাবেই মোদীর কল‍্যানে রান্নার জন্য গ‍্যাস সিলিন্ডারের বদলে এই নতুন পদ্ধতির সুফল এরাজ‍্যের মানুষ পেতে চলেছে।

Related Articles

Back to top button