পালিয়ে বেড়াচ্ছিলেন কিছুদিন ধরেই, কিন্তু শেষ রক্ষা হল না। গ্রেপ্তার করা হলো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে রাতুল পুরি কে। 354 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগে মঙ্গলবার সকালে রাতুলকে গ্রেপ্তার করা হয়।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তাদের অভিযোগ ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে তার অপব্যবহার করেছে তৎকালীন মোজার বেয়ারের আধিকারিক রাতুল।
শুধু তাই নয় মোজার বেয়ারের প্রাক্তন 4 ডিরেক্টর 354 কোটি টাকা ঋণ তুলে নিয়েছে ভর্তি প্রেস করে। এইসব ব্যাপার নিয়ে তদন্ত করতে আসরে নামে সিবিআই।
প্রসঙ্গত রাতুল পুরির বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। 3600 কোটি টাকার ভি আই পি চপার কেনার সময় ঘুষ নেওয়ার অভিযোগ। কিছুদিন আগেই এই অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলায় তাকে ডেকে পাঠায় ই ডি। সিবিআই এবং ইডির অভিযোগ তদন্তে কোন ভাবেই সহায়তা করছেন না তিনি। পালিয়ে বেড়াচ্ছেন।