খেলা

ভারতীয় এই ক্রিকেটারকে নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি!

Advertisement

সাইনির সামনে অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যত, এমনটাই মন্তব্য করলেন বিরাট কোহলি। প্রথম টি২০-তে জয় দিয়ে ক্যারিফিয়ান সফরে অভিযান শুরু সাইনির। এরপরই তার প্রশংসায় দলনায়ক কোহলি। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট, সত্যিই প্রশংসযোগ্য। আইপিএলে কোহলির দলে পেস বিভাগের বিশ্বস্ত সৈনিক নভদীপ সাইনি। তাঁর অনবদ্য বোলিং পারফরম্যান্স ফ্লোরিডায় প্রথম টি২০ ম্যাচে শনিবার ক্যারিবিয়ানদের মাত্র ৯৫ রানে বেঁধে রাখে ভারতীয় দল।

ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি জানালেন, ‘’সাইনি একজন তাজা প্রতিভা। বোলিং পারফরম্যান্সে রয়েছে দুরন্ত গতি। বিশ্বক্রিকেটে ১৫০ কিমি গতিবেগে বল করতে পারা গুটিকয়েক বোলারদের মধ্যে ও একজন এবং ও সর্বদা সম্পূর্ণ ফিট। সাইনি এমন একজন যে সবসময় ভালো কিছু করার জন্য ক্ষুধার্ত থাকে। আশা করি এখান থেকেই ওর উত্থানটা শুরু হল।’’

Related Articles

Back to top button