টলিউডভাইরাল & ভিডিও

বৌদি তো নয় যেন অ্যাটম বোম্ব! (দেখুন ভিডিও)

Advertisement

আবার ‘হইচই’ তে আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন-৩’। এবছর দুর্গাপুজো থেকে স্ট্রিমিং হবে ‘দুপুর ঠাকুরপো সিজন ৩’। ‘দুপুর ঠাকুরপো’- তে আমরা স্বস্তিকা মুখার্জীকে ‘উমা বৌদি’ রূপে এবং মোনালিসাকে ‘ঝুমা বৌদি’ রূপে দেখেছি। এবার ফ্লোরা সাইনিকে দেখা যাবে নতুন বৌদি রূপে, আগেও তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এবার বৌদির নাম হবে ফুলওয়া বৌদি। সঙ্গে থাকবে তাঁর সাতজন ঠাকুরপো।

এইবারও সেই একই মেস বাড়ির গল্প থাকবে যেখানে সাতজন দেওর বসবাস করছেন। সাতজন ঠাকুরপোদের প্রত্যেকের নামই ইউনিক। কেউ দাদু আবার কেউ মানি সিংহ, সঙ্গে আছে ব্যাটম্যান আবার ড্রাকুলাও। এই সিজনে ফুলওয়া বৌদির সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হবে ব্যাটম্যানকে। কিন্তু দেওরদের চোখ এড়িয়ে কীভাবে নিজের বউকে বাঁচাবেন ব্যাটম্যান?

ফ্লোরা সাইনির পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা যাবে জোজো, পলাশ চতুর্বেদী, অনিরুদ্ধা গুপ্তা, ঋত্বিক মুখার্জী, সর্বজয় দে, অয়ন ভট্টাচার্য, সৌম্ম্য ভট্টাচার্য, জয়প্রকাশ পাল ও অভিজিৎ গুহকে। শুভ প্রামাণিক এই সিজনটি পরিচালনা করছেন।

Related Articles

Back to top button