নিউজপলিটিক্স

বোমা, গুলি চললো ডেপুটি মেয়রের বাড়ির সামনে!

Advertisement

রাজীব ঘোষ : বিধাননগর করপোরেশনের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ব‍্যাপক বোমাবাজি হয়।কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ।এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির পাশে এক বিজেপি কর্মীর বাড়ি রয়েছে।অভিযোগ, সেই বাড়ি থেকেই বিধাননগরের ডেপুটি মেয়রের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে।পরে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়েছে।

তাপসের বাড়ির পাশে যে বিজেপি কর্মীর বাড়ি থেকে এই আক্রমণ হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সেই বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে।ঘটনাস্থলে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন।এদিন সকালে চিনার পার্ক থেকে রাজারহাট রুটের সমস্ত অটো, টোটো,ম‍্যাজিক গাড়ির চালকেরা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের কাছে থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন।পরে ওই চালকেরা রাস্তা অবরোধ করেন।ফলে যথেষ্ট সমস্যা শুরু হয়।

এই রুটের সমস্ত অটো, টোটো,ম‍্যাজিক গাড়ির চালকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিধাননগরের ডেপুটি মেয়র প্রতিদিন প্রত‍্যেকটি গাড়ি থেকে ৮০ টাকা করে নেন।সেই টাকা দিতে অস্বীকার করলে তাকে রুটে গাড়ি চালানোর ক্ষেত্রে সমস্যা তৈরী করা হয়।এমনকি মারধর পর্যন্ত করা হয়।শুধু ডেপুটি মেয়র নন,ওই এলাকার বিধাননগর করপোরেশনের কাউন্সিলর আজিজুল হোসেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেন ওই রুটের সব চালকেরা।

বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনী এসে অবরোধ সরিয়ে দেয়।তারপর তাপস চ‍্যাটার্জীর বাড়ির সামনে বোমা, গুলি চালানোর অভিযোগ ওঠে।এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।বিধাননগর পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Related Articles

Back to top button