অফবিটভাইরাল & ভিডিও

বিমানে উঠে প্রেমিকাকে যা করলো প্রেমিকা! (দেখুন ভিডিও)

Advertisement

ভারত বার্তা ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির ওপর রেগে গিয়ে গালাগাল করছেন এক নারী। অবশেষে রেগে গিয়ে ল্যাপটপ দিয়ে মাথায় বারি মারেন। আসল ঘটনাটি হল, তারা প্রেমিক-প্রেমিকা। মিয়ামি থেকে লস এঞ্জেলস যাওয়ার জন্য আমেরিকান এয়ারলাইন্সের বিমানে চড়েছিলেন তারা। বিমানের ভেতরে অন্য এক মহিলার দিকে তাকান ওই ব্যক্তি। আর তাতেই এই ধুন্ধুমার কান্ড। বিমান টেক অফ না করায়, অবশেষে নেমে যান তারা। পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করেছে বিমানের অন্য এক যাত্রী। যা পরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

https://youtu.be/uA6eOAMTchs

Related Articles

Back to top button