নিউজ

বিপদে পুরীর জগন্নাথ মন্দির, কারণ জেনে নিন!

Advertisement

জগন্নাথ ১২০০ শতক পুরোনো এই মন্দির দেশের ও বিদেশের অন্যতম জনপ্রিয় তীর্থকেন্দ্র ও ঐতিহাসিক ভ্রমন কেন্দ্র। হিন্দু ধর্মের প্রতীক ধরা হয় এই তীর্থকেন্দ্রকে। আর এই জগন্নাথ পুরীর মন্দিরে হামলার ছক কষছেন সন্ত্রাসবাদীরা। সতর্কবার্তা আগে জানালো গোয়েন্দা দপ্তর।

পুরীর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ উমাশংকর দাস কে সম্প্রতি এই বিষয়ে সতর্ক করেছে ইন্টেলিজেন্ট ব্যুরো। ২৪ ঘন্টা কড়া নজরের মধ্যে রাখা হয়েছে এই মন্দিরকে। সমুদ্র লাগানো মন্দির হওয়ায় সমুদ্র রাখা হয়েছে নজর। কারা রাতে সেখানে যাচ্ছে তাদেরকে নজর রাখা হয়েছে। সতর্কবার্তা জারি সমুদ্র উপকূলবর্তী CISF বাহিনীকেও।

Related Articles

Back to top button