অফবিট

বিছানায় শুয়ে শুয়ে পাবেন আরামের চাকরি! মাস গেলে মোটা টাকাও! জেনে নিন কিভাবে

Advertisement

আসলে জীবনে সকলেই খোঁজে একটা আরামের চাকরি। যাতে বেশি পরিশ্রম করতে হবে না, অথচ মাস গেলে মোটা টাকার মাইনে চলে আসবে আপনার অ্যাকাউন্টে। এমন চাকরির স্বপ্ন দেখেন না এমন মানুষ পাওয়া বোধ হয় দুষ্কর।

সেই সব মানুষের জন্য একটা অসাধারণ চাকরির প্রস্তাব নিয়ে এল নাসা। হ্যাঁ ঠিকই দেখেছেন, আর কেউ নই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার নয়া অফার। আপনাকে টানা ৭০ দিন কাটাতে হবে বিছানায় শুয়ে শুয়ে। আপনি যতক্ষণ খুশি ঘুমাতে পারেন। কোনও অসুবিধা নেই। আর এই ৭০ দিন ঘুমানোর জন্য আপনি পাবেন ১২ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১০ লক্ষ টাকা। ভাবতে পারছেন খালি ঘুমানোর জন্য এত টাকা।

আসলে নাসার বিজ্ঞানীরা নতুন করে গবেষণা করতে চাইছেন, বিছানায় শুয়ে থাকা অবস্থায় মানুষের শরীরের ওজনের কোনও তারতম্য হয় কিনা। টানা ঘুমিয়ে থাকলেন মানবদেহ কীভাবে পরিবর্তিত হয় সেটাই মূলত গবেষণার বিষয়। আর সেকারণেই ঘুম-বীর প্রয়োজন নাসার।

কিন্তু সমস্যা একটাই আপনি এই ৭০ দিন বিছানা ছেড়ে উঠতে পারবেন না। খাওয়া-দাওয়া, স্নান সবকিছু আপনাকে করতে হবে শুয়ে শুয়েই।

Related Articles

Back to top button