নিজের মেয়েকে ধর্ষণ করেছে বাবা। এমন ঘটনা ঘটেছে মাত্র কয়েকদিন আগেই। এবার ঘটল আরও এক অমানবিক ঘটনা। নিজের ভাগ্নিকে ধর্ষণ করলো মামা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শোনিপতের কুন্দলি পুলিশ স্টেশন এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই কিশোরীর পরিবারের লোক বাড়ির বাইরে যাওয়ার কারণে মেয়েকে মামার কাছে রেখে যায়। বাড়িতে কেউঁ না থাকার সুযোগে ভাগ্নির সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে সে।
ঘটনাটি কাওকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। মেয়েটির পরিবারের লোক বাড়িতে ফিরলে সব ঘটনা জানায়। এরপর অভিযুক্ত মামার নামে শোনিপতের কুন্দলি থানায় মামলা দায়ের করা হয়। এক পুলিশ কর্তা জানিয়েছেন, মেয়েটির মেডিক্যাল টেস্ট করা হয়েছে। রিপোর্টে প্রমাণ হয়েছে মেয়েটির উপর নির্যাতন হয়েছে। অভিযুক্ত মামার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।