নিউজবাজারদর

বাজারদরঃ আজ (১৩ ই আগস্ট) পেট্রোল ও ডিজেলের দাম!

Advertisement

দিন দিন তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসস্তির কারণ হয়ে দাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ওঠানামা করছে। তার ফলে রোজই বদল হচ্ছে ঘোরয়া বাজারে তেলের দাম। কিন্তু আজ দাম বৃদ্ধি হয়নি। আজ মঙ্গলবার, গতকাল সোমবারের মতোই আছে পেট্রোল-ডিজেলর দাম।

দেখে নিন, আজকের (১৩ আগস্ট) তেলের দাম:-
ডিজেল: ৬৭.৮১ টাকা প্রতি লিটার
পেট্রোল:৭৪.৬৯ টাকা প্রতি লিটার

Related Articles

Back to top button