ভারত বার্তা ডেস্ক : ৭ দিনের মাথায় রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে ইনকামিং কলের পরিষেবা। রিচার্জ করতে হবে বৈধ প্রিপেড প্ল্যান ভ্যালিডিটি শেষ হওয়ার আগেই। ভারতি এয়ারটেল সোমবার তাদের এই সিদ্ধান্তের ঘোষণা করল। জিওর রমরমা বাজার এর মুখে বাজার ধরে রাখতে এই সিদ্ধান্ত নিলেন এয়ারটেল কোম্পানি।
এই নিয়ম অনুযায়ী রিচার্জ ভ্যালিডিটি পেরিয়ে যাওয়ার ৭ দিনের মাথায় রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে ইনকামিং কল পরিষেবা, যেটা আগে ছিল 15 দিন। এয়ারটেল এর পাশাপাশি ভোদাফোন, আইডিয়া প্রভৃতি কোম্পানি গুলিও তাদের ইনকামিং কল ভ্যালিডিটি নিয়ম খুব শীঘ্রই চালু করার ঘোষণা করতে পারে। এছাড়া ভারতী এয়ারটেল নতুন ডাটা প্যাক প্লেনের ঘোষণা করেছে যা কাস্টমারকে এয়ারটেল এর দিকে আকর্ষিত করতে পারে।
আরও জনপ্রিয় হয়ে উঠতে চলেছে Whatsapp, আসছে নতুন ফিচার!