ডেবিট কার্ড তুলে দিতে চলেছে এসবিআই। ঠিকই শুনেছেন। এবার ডেবিট কার্ডই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে এসবিআই। সোমবার এমনটাই জানিয়েছে এসবিআইয়ের চেয়ারম্যান। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করেন দেশের জনসংখ্যার এক পঞ্চমাংশ মানুষ। ফিকি ও ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের একটি ব্যাঙ্কিং কনক্লেভে রজনীশ কুমার জানান, ‘আমরা চাই ডেবিট কার্ডের ব্যবস্থাই তুলে দিতে। এবং আমি নিশ্চিত যে এই কাজ করতে আমরা সফল হব।’ তিনি আরও বলেন, ৩ কোটি ক্রেডিট কার্ডের তুলনায় ৯০ কোটি ডেবিট কার্ড ব্যাবহার করে দেশের জনগন। ডেবিট কার্ড মুক্ত ভারত গড়তে নিজেদের ‘ইয়োনো’ প্ল্যাটফর্মের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলির দিকে ইশারা করেছেন তিনি। কুমার বলেছেন ইয়োনো প্ল্যাটফর্মের মাধ্যেমে এটিএম থেকেই কার্ড ছাড়া সরাসরি টাকা তুলতে পারবেন গ্রাহক এবং দোকানেও ইয়োনোর মাধ্যমেই টাকা ট্রান্সফার করা যাবে। তিনি আরও বলেন বর্তমানে দেশে ৬৮,০০০ ইয়োনো ক্যাশ পয়েন্ট চালু করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে এই সংখ্যাটা ১০ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এসবিআই-এর, যা কার্ড রাখার প্রয়োজনীয়তা আরও কম করবে।
Related Articles
PAN 2.0: পুরনো প্যান কার্ডের বদলে কীভাবে আবেদন করবেন প্যান ২.০ -এর জন্য? রইলো স্টেপ বাই স্টেপ গাইড
December 11, 2024
Free Aadhaar Update: হাতে মাত্র ৪ দিন বাকি! তারপর আধার সম্পর্কিত কাজ করতে খরচ করতে হবে, জানুন বিস্তারিত
December 11, 2024