খেলা

ফের ঝোড়ো ব্যাটিং যুবির!

Advertisement

সুরজিৎ দাস : ব্যাট হাতে আবার নিজের জাত চেনালেন যুবরাজ সিং। উত্তর আমেরিকার কানাডায় চলতি গ্লোবাল টি টোয়েন্টিতে এদিন ব্রাম্পটন উলভস এর মুখোমুখি হয়েছিলো যুবরাজের নেতৃত্বাধীন টরেন্টো ন্যাশনালস। প্রথমে ব্যাট করে পাহাড় প্রমান ২২১ রান করে উলভস রা। আইরিশ ক্রিকেটার মুন্সেই একা করেন ৬৬ রানে দুর্দান্ত ইনিংস খেলেন। ২২২ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১১ রানে শেষ হয়ে যায় টরেন্টোর ইনিংস যুবরাজের ঝোড়ো অর্ধশতক বৃথা থেকে যায়।

এদিন ব্যাট হাতে যুবি করে ৫২ রান মাত্র ২২ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কা দিয়ে সাজানো ছিলো ‘পাঞ্জাব কা পুত্তার’ এর ইনিংস। যদিও যুবি ছাড়া তেমন কেউই বড়ো রান পান নি। প্রায় প্রতি ম্যাচেই যুবরাজ ভালো খেললেও চারটি ম্যাচে মাত্র একটি তে জয় পেয়েছে টরেন্টো ন্যাশনালস। এইভাবে চলতে থাকলে নক আউটে যাওয়া ধীরে ধীরে কঠিন হয়ে যাবে টরেন্টোর সামনে।

Related Articles

Back to top button