অফবিট

প্রসাদ মিলবে মটন বিরিয়ানি! জানেন ভারতের কোন মন্দিরে!

Advertisement
Advertisement

তামিলনাড়ুর মাগুরাইয়ের এক মন্দিরের কথা সংবাদের শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দরুন৷ মুনিয়ান্ডি স্বামী মন্দির রয়েছে মাদুরাইয়ের ভদাক্কমপত্তিতে৷ মুনিয়ান্ডি এই মন্দিরে পূজিত হন৷ এই মন্দিরে পূজিত হয় শিবের অপর একটি রূপই৷ আর সেই মন্দিরেই নাকি একটি উৎসবে মন্দিরে আগত দর্শনার্থীদের প্রসাদ হিসেবে দেওয়া হয় চিকেন ও মটন বিরিয়ানি।

Advertisement
Advertisement

এই উৎসব পালন করা হয় প্রতি বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুক্রবার ও শনিবার মুনিয়ান্ডি স্বামী মন্দিরে। ৮৪ বছর ধরে চলে আসছে এই প্রথা। স্বামী মুনিয়ানদিকে তুষ্ট করতে এই বিশেষ দিনে তৈরি হয় এই মটন বিরিয়ানি । যা খেতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও পর্যটকরা।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button