পুরোহিত দের ভাতা চালু কথা ঘোষণা করল তৃণমূল। বিজেপিকে পাল্টা দিতে ধর্মীয় তাসি যে খেলছে তৃণমূল তা আরো একবার প্রমাণ হয়ে গেল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এবার রাজ্যের সব হিন্দু পুরোহিত দের ভাতা দেয়া হবে। শুক্রবার রানী রাসমণি রোডে পুরোহিতদের একটি সভায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, ভাত আমরা লড়াই করে আনব। আপনাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করব।” এর থেকে বোঝা যাচ্ছে কিভাবে হিন্দুদের মন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বিজেপি’র নাম না করে রাজিব বাবু বলেন, একটা রাজনৈতিক দল শুধু রাজনীতি করে শ্রীরাম কে যেন বানাচ্ছে এটার তীব্র ধিক্কার জানাই”।
এর আগে অনুব্রত মণ্ডল পুরোহিত সম্মেলন করেন। কিন্তু খাস কলকাতায় আগে এরকম সম্মেলন হয়নি। তাহলে কি হিন্দুদের মন পেতে এই ধরনের পদক্ষেপ শুরু হলো? প্রশ্ন উঠছে তৃণমূলের রাজনীতি কে কেন্দ্র করে।