ভারত বার্তা ডেস্ক : পাড়ার বৌদিকে রাতে একা পেয়ে ধর্ষণ করলো এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অশোকনগরে। নির্যাতিত গৃহবধূর অভিযোগ, গত শুক্রবার রাতে বাপের বাড়িতে যাচ্ছিলেন তিনি। শশুর বাড়িতে থেকে বাপের বাড়ি খুব একটা দূরত্বে না হওয়ায় হেঁটেই যাচ্ছিলেন। সেই সময় শশুর বাড়ির পাড়ারই যুবক হালিম মন্ডল তাকে বাইকে লিফট দিতে চাই, এই বলে যে এত রাতে হেঁটে যেতে হবে না, বাইকে ওঠো আমি পৌঁছে দেবো। এরপর পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি তাকে হুমকিও দেয়।
অভিযুক্ত যুবকের হুমকিতে ভয় না পেয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনদের সব জানায় ওই গৃহবধূ। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। তার অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ট্রেনের মহিলা কামড়ায় ঢুকে এমন কাজ করলো এক যুবক!