খেলা

পাকিস্তানে যেতে পারেন বিরাট কোহলি অ্যান্ড কো, হঠাৎ পাকিস্তানে কেন?

Advertisement

সোয়েব মালিকের পর আবার এক পাক জামাই পেতে চলেছে ভারত। ২৫ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি বিয়ে করতে চলেছেন। আগামী ২০ সেপ্টেম্বর দুবাইয়ে বিবাহ করতে চলেছেন তিনি। পাত্রী ভারতীয় নাগরিক সমিয়া আরজু। বিয়ে নিয়ে তিনি বলেন, “আমি আমার বিয়েতে ভারতীয় ক্রিকেটেরদের আমন্ত্রণ জানাবো। চাইবো তারা আমার বিয়েতে আসুক।

মাঠের মধ্যে আমরা সবাই প্রতিদ্বন্দ্বী কিন্তু মাঠের বাইরে নয়। আমার সবাই পেশাদার ক্রিকেটার।” সামিয়ার সম্বন্ধে তিনি বলেন , “সামিয়া একজন ভারতীয়। সামিয়া ক্রিকেট বোঝে না। কিন্তু প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে গেছিলো, পরে বিয়ের প্রস্তাব পাঠায়।”

Related Articles

Back to top button