দিন দিন বেড়েই চলেছে খাদ্যে ভেজালের পরিমান। যার ফলে মানুষের শরীরে বাসা বাধছে বদ হজম, ঘুম না আসা, কোষ্ঠ কাঠিন্যের মত বহু কঠিন রোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত গরম জল খেলেই মুক্তি পাওয়া যাবে জটিল কিছু রোগ থেকে। তাহলে আসুন জেনেনিন বিস্তারিত-
১) ঘুমের সমস্যা- বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীরে জলের ঘাটতি হলে মানসিক চাপ বেড়ে যায় যার কারণে ঠিক মত ঘুম হয় না। চিকিৎসকদের মতে, ঘুমানোর আগে হালকা গরম জল খেলে শরীরে জলের মাত্রা ও মুড ঠিক থাকে যার ফলে রাতে ঘুম ভালো হয়।
২) হজমের সমস্যা- ঘুমানোর আগে হালকা গরম জল পানে হজমপ্রক্রিয়া ঠিক থাকে।
এছাড়াও প্রতিদিন সকাল ও রাতে হালকা গরম জল পান করলে শরীরের রক্ত চলাচল ভালো ভাবে হতে পারে, হজম শক্তি বাড়ার কারণে শরীর থেকে দূর হয় কোষ্ঠ কাঠিন্য ছাড়াও অনেক কঠিন রোগ, মুক্ত হয় শরীরের বাড়তি ওজন।