খেলা

নির্বাসিত লিও মেসি!

Advertisement

সুরজিৎ দাস : কোপা আমেরিকার সেমি ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে হারের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লিও মেসি ফলে এক ম্যাচের নির্বাসন হয় তার। এরপরে তিনি খোদ কনমেবল অর্থাৎ লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশন এর বিরুদ্ধে তোপ দাগেন। মেসি বলেন কোপা আমেরিকা ২০১৯ পুরো টাই সাজানো ছিলো প্রথম থেকেই ব্রাজিল কে চ্যাম্পিয়ন করার কথা ছিলো।

কনমেবলের বিরুদ্ধে এরম অভিযোগ তোলের জন্য এবার বড়ো শাস্তির মুখে পড়লেন মেসি ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬ লক্ষ টাকার জরিমানা সাথে ৩ মাসের জন্য জাতীয় দল থেকে নির্বাসিত হলেন তিনি। ফলে আসন্ন চিলি, মেক্সিকো ও জার্মানির বিরুদ্ধে ম্যাচে এল এম টেন এর সার্ভিস পাবে না আলবেসেলেস্তে ব্রিগেড। যদিও এই বিষয়ে মেসি এখনো মুখ খোলেন নি বা শাস্তি কমানোর জন্য আবেদন ও জানাননি।

Related Articles

Back to top button