আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ জটিল আকার ধারন করেছে গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরে। জম্মু কাশ্মীরে প্রচুর জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়েছে গোয়েন্দারা। আজ রবিবার, এই নিয়ে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠক নিয়ে তুমুল আলোচনা রাজনৈতিক মহলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রধান অরবিন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজিব গৌবা সহ অন্যান্য উচ্চ পদমর্যাদার আধিকারিকরা।
অমরনাথ যাত্রা বাতিল করে পুণ্যার্থী ও পর্যটকদের উপত্যকা ছাড়ার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন জঙ্গিহামলার আশঙ্কা তৈরি হওয়ায়। এমনিতেই জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। সূত্রের খবর, পাকিস্থানের বিরুদ্ধে বড় অপারেশনের ছক কষছে দিল্লি।