খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী দেবশ্রী রায়কে। গত ১৪ ই আগস্ট থেকে নিখোঁজ রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। বুধবার শোভন চট্টোপধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিন দিল্লির বিজেপি অফিসে চলে গিয়েছিলেন তিনি। যদিও সেটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে যে তিনি কী ভাবে দিল্লির বিজেপি অফিসে চলে গিয়েছিলেন। যদিও শোভন বেঁকে বসাই সেইদিন তাঁকে দলে নেয়নি বিজেপি। তারপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোন বা মেসেজেও পাওয়া যাচ্ছে না তাঁকে। তাঁকে ঘিরে প্রশ্ন ক্রমেই বাড়ছে। সেখান থেকে গেলেনই বা কোথায়, কেনই বা ফোনে বা মেসেজে ধরা যাচ্ছে না তাঁকে। শুক্রবার বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন দিনভর সুইচড অফ বলেছে। তাঁর বাড়ির লোকজনও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কোথায় আছেন কেউ জানেনা।
অন্য একটি নম্বরে ফোন করলে তাঁর দাদা মৃগাঙ্ক রায় ফোনটি ধরে বলেন, ‘‘দেবশ্রী কোথায় আছে জানি না। ওর নম্বরে ফোন করুন। আমার সঙ্গে কোনও কথা হয়নি দেবশ্রীর।’’ তাঁর নম্বরে হোয়াট্সঅ্যাপ করলে সেই মেসেজ রাত পর্যন্ত ডেলিভার্ড হয়নি। দেবশ্রীর হোয়াট্সঅ্যাপে লাস্ট সিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে।