সুরজিৎ দাস: আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেট কে আরও অভিনব করে তোলার জন্য টেস্ট জার্সিতে নাম ও নাম্বার বসিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এর আগে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সফরেই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটে এই টেস্ট জার্সির এবার ভারতীয় টেস্ট দলে লাগলো সেই ছোঁয়া নিজেদের পছন্দমত জার্সির নাম্বার সিলেক্ট করে ফটোশুটে দেখা গেলো ভারতীয় টেস্ট দল কে বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের আগের চিরাচরিত জার্সি নাম্বার কেই এই জার্সিতে রেখেছেন।
যদিও টেস্ট ক্রিকেট কে কেন্দ্র করে এমন সিদ্ধান্তে খুশি নন অনেক প্রাক্তন ক্রিকেটার তাদের দাবী ক্রিকেট এর আধুনিকিকরন প্রয়োজন কিন্তু তা বলে ক্রিকেটের প্রাচীনতম ফরম্যাট পাঁচদিনের টেস্ট ক্রিকেটে জার্সি নাম্বার আনার কোনো দরকার নেই বলেই মত তাদের। এই একই সুরে গলা মিলিয়েছেন ব্রেট লি, গিলক্রিস্ট দের মতো প্রাক্তন ক্রিকেট তারকারা। দিনরাতের টেস্ট, টেস্টে গোলাপি বলের অন্তর্ভুক্তি আর এখন জার্সিতে বড়োসরো পরিবর্তন সব মিলিয়ে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে পাঁচদিনের ক্রিকেট। যদিও বিরাট বাহিনীকে বেশ খুশমেজাজে দেখা গেলো নতুন টেস্ট জার্সি গায়ে ফটোশুট করালেন অধিনায়ক বিরাট থেকে পেশার বুমরাহ সকলেই খুশি নাম্বার সহ জার্সি পরে।