টেক বার্তানিউজ

নতুন ধামাকা অফার! মাত্র ৪৯ থেকে শুরু, জেনে নিন কি আছে এই নতুন প্ল্যানে!

Advertisement

একথা মানতেই হবে জিও মানেই অফারের ফুলঝুরি। এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আম্বানির জিও৷ ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। TRAI এর রিপোর্ট অনু্যায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এখন দ্বিতীয় নম্বরে। জিও এত অফার দিয়েও টপকাতে পারলো না ভোডাফোন–আইডিয়া কে। এই রিপোর্টের পরে জিও নিয়ে এল আরও কিছু গুরুত্বপূর্ন অফার।

প্রিপেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে তিনটি মান্থলি প্যাক। এগুলি হচ্ছে ৪৯,৯৯,১৫৩ টাকার। এগুলির ভ্যালিডিটি ২৮ দিনের। এছাড়াও কয়েকটি লম্বা দিনের প্যাক। ৪৯ টাকার রিচার্জে পাবেন ১ জিবি ডাটা ২৮ দিনের জন্য। ৯৯ টাকার রিচার্জে মোট ১৪ জিবি ডাটা দেওয়া হবে। যার ডেইলি লিমিট ০.৫ জিবি। ১৫৩ টাকার রিচার্জে পাবেন মোট ৪২ জিবি ডাটা পাবেন, যার ডেইলি লিমিট ১.৫ জিবি। জিও -র লম্বা সময়ের রিচার্জের মধ্যে দুটি প্ল্যান রয়েছে। ২৯৭ টাকার রিচার্জে পাবেন ৪২ জিবি ডাটা পাবেন যা চলবে ৮৪ দিন। অর্থাৎ ডেইলি লিমিট ০.৫ জিবি। এছাড়া ৫৯৪ টাকার রিচার্জ ১৬৮ দিনের জন্য। এই প্যাকে ডাটা পাবেন মোট ৮৪ জিবি। অর্থাৎ প্রতিদিনের ডেটা লিমিট ০.৫ জিবি।

Related Articles

Back to top button