খেলা

দাদাকে টপকালেন বিরাট!

Advertisement

সুরজিৎ দাস : বিরাট কোহলি বর্তমান ক্রিকেট বিশ্বের সর্বাধিক চর্চিত একটি নাম ভারতীয় অধিনায়ক এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান গড়ে একের পর এক রেকর্ড ভাঙ্গলেন সাথে টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর রেকর্ড কেও। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক রানের নজির আছে সচিন তেন্ডুলকরের ১৮,৪২৬ রানের এর ঠিক পরেই ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ১১,৩৬৩ রান করেছিলেন তিনি।

এদিন বিরাট পোর্ট অফ স্পেনে ১২৫ করে ১২০ রানের ইনিংস খেলে বিরাট টপকে যান সৌরভ গাঙ্গুলীকে, কোহলি এখন দাঁড়িয়ে আছেন ১১৪০৬ রানে। এদিন তিনি পাকিস্তানি কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক মোট রানের রেকর্ড ও ভেঙ্গে ফেলেন। সব মিলিয়ে ভারতের জয়ের সাথে সাথেই বিরাটের নতুন কৃতিত্ব কে সাধুবাদ জানাচ্ছে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেট বিশ্বের অনেকে। এদিন সৌরভ ও ট্যুইট করে বিরাট কে অভিনন্দন জানান।

Related Articles

Back to top button