নিউজপলিটিক্স

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে হলে মানতে হবে একটি মাত্র শর্ত! জানতে এখুনি ক্লিক করুন

Advertisement

দল বদলে আগ্রহী তৃণমূল নেতা, কর্মীদের জন্য শর্ত। শর্ত দিল বিজেপি-র জেলা নেতৃত্ব। বিজেপি-তে যোগ দিলে ছাড়তে হবে পদ, লাগবে এনওসি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতারা।

অন্য দলের ক্ষেত্রে সবাই স্বাগত। কিন্তু তৃণমূল থেকে বিজেপি-তে আসতে গেলে লাগবে এনওসি। শুধু তাই নয়, তৃণমূলের কোনও জনপ্রতিনিধি তাদের দলে যোগ দিতে গেলে তাঁকে পদ থেকে ইস্তফা দিয়ে আসতে হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ জেলা বিজেপি নেতৃত্ব।

জেলা বিজেপি’র পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শাসকদলের কোনও নেতা বা জনপ্রতিনিধি দলে যোগ দিতে চাইলে তাদের কতগুলি শর্ত মেনে চলতে হবে। দলের সাধারণ কর্মীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয়েছে, তাদের দলের কেউই বিজেপিতে যোগ দিচ্ছে না।

Related Articles

Back to top button