দক্ষিনী সিনেমার পরিচিত মুখ শ্রদ্ধা। এর আগে বাদশা, দ্য ডন ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। জিতের সঙ্গে জুটিও বেঁধেছিলেন একটি সিনেমায়। এবার ফেরও রিল লাইফে জোট বাঁধতে চলেছেন জিত শ্রদ্ধা। এবার প্যান্থার-হিন্দুস্থান মেরি জান ছবিতে দেখা যাবে এই সুপার দুপার হিট জুটিকে। সম্প্রতি জি বাংলা রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে এসেছিলেন সিনেমার গোটা টিম। শ্রদ্ধা ও জিত তো ছিলেনই। তাঁর সঙ্গে সহ অভিনেতারা ছিলেন।
দাদাগিরির মঞ্চে স্লিভলেস গাউনে হাজির হয়েছিলেন শ্রদ্ধা। প্রতিটি পর্বেই বেশ ভালো খেলেছেন। তবে শুধু ভালো খেলাই নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মজাও করেছেন। দাদার সামনে তিনটি প্রশ্নও রাখেন শ্রদ্ধা। যেখানে দাদার প্রিয় তিন নায়িকার নাম জানতে চান তিনি। এসবের পরে একটি সুন্দ হিন্দি গানে শ্রদ্ধার কোমর ধরে নাচলেন ক্রিকেটের দাদা। সৌরভ গাঙ্গুলী ও শ্রদ্ধা দাস জুটির নাচ যে কতটা অনবদ্য হয়েছে তার প্রমান মিলেছে দর্শকদের হাততালি ও উচ্ছ্বাস দেখে। তবে সেই নাচ দেখে নেটিজনেরাও চোখ ফেরাতে পারেননি। আর নাচ দেখে জোনা বৌদির উদ্দেশ্যে বার্তাও দেন জিত্। তাঁকে ক্যামেরার সামনে ডোনা বৌদি বলেও ডেকে ওঠেন।