খেলা

জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের!

Advertisement

সুরজিৎ দাস  : জয় দিয়েই ডুরান্ড অভিযান শুরু করলো আলেহান্দ্রোর ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গল মাঠে লাল হলুদের প্রতিপক্ষ ছিলো আর্মি রেড অচেনা এই দলের বিরুদ্ধে একটু হিসেব নিকেশ করেই দল নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেহান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া। লাল হলুদ জার্সিতে এদিন অভিষেক হলো একাধিক ফুটবলারের লালথালমুয়ানা রালতে, পিন্টু মাহাতো, বৈথাং হাওকিপ দের সামনে আলাদা চ্যালেঞ্জ ছিলো আজকের ম্যাচ। খেলার প্রথমার্ধ তেমন ভালো ফুটবল উপহার দিতে পারে নি দুই দলই। এর মধ্যেই বিদ্যাসাগরের শট ও কোলাডোর ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসেবে কাশিম, পিন্টু ও বিদ্যাসাগর নামতেই আক্রমণে ঝড় আসে লাল হলুদের। ৮২ মিনিটে আর্মির গোলকিপারের ইচ্ছাকৃত বাধায় লাল কার্ড দেখায় রেফারি এবং বক্সের বাইরে ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল সুযোগ সন্ধানী কোলাডোর নিখুঁত শটে খাতা খোলে ইস্টবেঙ্গল। খেলার একদম অন্তিম লগ্নে সামাদের পাসে বিদ্যাসাগরের গোলে ২ গোলে ব্যবধান এ ম্যাচ পকেটে পুরে নেয় ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ম্যাচে জয় বাড়তি অক্সিজেন যোগালো ম্যানেজমেন্ট থেকে সমর্থকদের। ইস্টবেঙ্গল এর পরবর্তী ম্যাচ আগামী ৬ তারিখ জামশেদপুর এর বিরুদ্ধে।

Related Articles

Back to top button