আসন্ন সাউথ আফ্রিকা সিরিজের জন্য ঘোষণা করা হলো ভারতীয় এ দল। মোট পাঁচটি ম্যাচের এই সিরিজে একাধিক তরুণ ক্রিকেটার দের সুযোগ দেওয়া হয়েছে থাকছে দুইজন ক্যাপ্টেন মনীশ পান্ডে ও শ্রেয়স আইয়ার। দলে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার সুযোগ পেলেও বাংলা থেকে দলে সুযোগ পেয়েছে একমাত্র ঈশান পোড়েল। আগামী ২৯ আগস্ট থেকে তিরুবনন্তপুরমে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় এ দলের পাঁচটি একদিনের ম্যাচ। দলে একদম নতুন মুখ হিসেবে আছে রিকি ভুই, প্রশান্ত চোপড়া, তুষার দেশপান্ডে রা।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় এ দল :- মনীশ পান্ডে (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক) , রিকি ভুই, প্রশান্ত চোপড়া, আনমোলপ্রীত সিং, শুভমন গিল, শিবম দুবে,ইশান কিষান, রীতুরাজ গায়কোয়ার, ক্রুনাল পান্ডেয়া, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, রাহুল চাহার, উজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ, তুষারদেশ পান্ডে ও ঈশান পোড়েল।