খেলা

জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কোচ হলেন ইনি, জেনে নিন তার নতুন পরিচয়!

Advertisement
Advertisement

জল্পনার অবসান ঘটলো মুম্বাইয়ে বিসিসিআই সিলেক্টরস কমিটির তিন সদস্য কপিলদেব, শান্তা রঙ্গস্বামী ও অংশুমান গায়কওয়ার এর বোর্ড শাস্ত্রীর নামের পাশেই শিলমোহর দিলেন। কোচের পদের জন্য ২০০০ আবেদনপত্র জমা পড়লেও শেষ অব্ধি লড়াই চলছিলো শাস্ত্রী, টম মুডি, লালচাঁদ রাজপুত, মাইক হেসন ও রবীন সিংহ। সেখানেই ইন্টারভিউ এর মাধ্যমে বিরাটদের কোচ হিসেবে আরোও দুইবছর বহাল করা হলো শাস্ত্রীকে। এর আগেও তিনি ২০১৭-১৯ ভারতীয় দলের দায়িত্ব এ ছিলেন কিন্তু ২০১৯ বিশ্বকাপ এর পর তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তার উপর বিশ্বকাপ এ ভারতের ফল ভালো না হওয়ায় শাস্ত্রীকে সরিয়ে ফেলার দাবী তোলেন অনেকে। কিন্তু মনে করা হচ্ছে ক্যাপ্টেন বিরাটের পছন্দমত শাস্ত্রীকেই বহাল করা হলো শেষ ল্যাপ অব্ধি লড়াইয়ে শাস্ত্রীর মূল প্রতিপক্ষ ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি। ২০২১ অব্ধি শাস্ত্রী জাতীয় দলের কোচ থাকবেন এবার দেখার তিনি দলের ব্যাটন কবে থেকে হাতে তুলে নেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button