আজ ১১ ই অগাস্ট রবিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-
মেষরাশি: বিদেশে সফলতা অর্জন করবে।
বৃষরাশি: অলসতায় ক্ষতি।
মিথুনরাশি: বুদ্ধিভ্রম।
কর্কটরাশি: নৈতিক অবনতি হবে।
সিংহরাশি: অস্থিরতা ভাব দেখা দেবে।
কন্যারাশি: সুনামের হানি হবে।
তুলারাশি: চোখের রোগে কষ্ট পেতে পারেন।
বৃশ্চিকরাশি: শত্রুর ভয়।
ধনুরাশি: শক্তি বৃদ্ধি পাবে।
মকররাশি: মনের আশা পূর্ণ হবে।
কুম্ভরাশি: প্রভাব বিস্তার হবে।
মীনরাশি: দাম্পত্য জীবনের সুখ।