অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল পাকিস্তান। কাশ্মীরের জনগণের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিশ্ব দরবারে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছিল পাক প্রশাসন। সেখানে সুবিধা করতে না পেরে ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। এক্ষেত্রে তারা পাশে পায় তাদের মিত্র দেশ চিনকে। কিন্তু এবার মুখ পুড়লো এই দুই মিত্র দেশের। সংখ্যালঘুদের মানবধিকারের ক্ষেত্রে রাষ্ট্রসংঘে প্রশ্নের মুখোমুখি হয় এই দুই দেশ।
সম্প্রতি রাষ্ট্রসংঘে মানবধিকার বিষয়ে এক বৈঠকে অস্বস্তিতে পড়ে পাকিস্তান ও চিন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এই দুই দেশে এমনই অভিযোগ করেন রাষ্ট্রসংঘের অন্যান্য সদস্যরা। পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচার চলছে বলে অভিযোগ। সম্প্রতি দুই হিন্দু মহিলাকে জোর করে ধর্মান্তরিত করা হয়। যা নিয়ে শোরগোল বাধে। নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক। একই রকমভাবে চিনে অত্যাচারিত হচ্ছে উইঘুর সম্প্রদায়। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা, ব্রিটেন, কানাডা প্রভৃতি দেশ। রাষ্ট্রসংঘে আমেরিকার প্রতিনিধি ব্রাউনব্যাক জানান, তার দেশ রীতিমতো শঙ্কিত সংখ্যালঘুদের ওপর এমন অত্যাচারে।