জীবনযাপন

চাকরি করার জন্য বিয়েটা দেড়ি করে করছেন না তো? তাহলে কিন্তু মারাত্বক ভুল করছেন!

Advertisement

ভারত বার্তা ডেস্ক : চাকরি করে নিজের পায়ে সকলেই দাঁড়াতে চান। কিন্তু চাকরির আশায় আপনার বিয়ে করাটা কি দেরী করে করার চিন্তাভাবনা করছেন। তাহলে মস্ত বড় ভুল করছেন আপনি। গবেষকরা বলছেন, “নারীর মতো পুরুষেরও আছে জৈবিক ঘড়ি বা ‘বায়োলজিকাল ক্লক’ যা নিয়ত গতিশীল। তাই পুরুষ যদি সময়ের কাজ সময়ে না করে তবে তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে তার স্ত্রী ও অনাগত সন্তানের উপর।”

একটি দম্পতির সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা, গর্ভাবস্থার জটিলতা এবং সন্তানের স্বাস্থ্য ইত্যাদির ওপর ওই দম্পতির বয়স কী ধরনের প্রভাব ফেলে তা নিয়ে ৪০ বছর ধরে গবেষণা চালিয়েছেন গবেষকরা। গবেষকদের মতে, “যারা সংসার শুরু করতে এর মধ্যেই দেরি করে ফেলেছেন তাদের উচিত হবে বয়স ৩৫ বছর পার হওয়ার আগেই সন্তান নিয়ে নেওয়ার পরিকল্পনা করা।” না হলে ভবিষ্যতে হয় আপনাকে সন্তানহীন হয়ে থাকতে হবে নয় আপনাকে কোনোরুপ বিকলাঙ্গ সন্তানের বাবা হতে হবে।

নিয়মিত পর্ন ভিডিও দেখছেন, ডেকে আনছেন বিপদ!

Related Articles

Back to top button