বর্তমান সময়ে শ্লীলতাহানি একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মহিলাদের জন্য। বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তাঘাটে মেয়েদের ওপর শারীরিক দুর্ব্যবহার অর্থাৎ শ্লীলতাহানির ঘটনা প্রায়ই শোনা যায়। এরকম আরো একটি ঘটনার সাক্ষী থাকল কলকাতাবাসী।
কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার হন এক মহিলা। পুলিশ সুত্রে খবর, অভিযুক্ত ব্যক্তিটি অনেকক্ষণ ধরে মহিলাটিকে উত্যক্ত করার চেষ্টা করছিল। প্রতিবাদ করায় চলন্ত বাসে যৌনাঙ্গ দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিটি। উত্তর কলকাতার আমহাস্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বাসের অন্য এক ব্যক্তি। পুলিশ প্রশাসন কতদিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিটিকে ধরে উপযুক্ত শাস্তি দিতে পারে তা দেখার বিষয়।