নিউজ

খুশির খবর! মাসে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ!

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী অগাস্ট মাসে সাতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ চলতি আগস্ট মাসে দেশ জুড়ে বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাংক। যাতে কোনো হায়রানিতে পড়তে না হয় তার জন্য আগে থেকে ব্যাংকের জরুরি কাজ সেরে রাখুন। এই মাসের চারটি রবিবার অর্থাৎ ৪,১১,১৮, এবং ২৫ তারিখ এমনিতেই ব্যাংক বন্ধ।

তাছাড়া রাখি, ঈদ, পার্সি নববর্ষ, স্বাধীনতা দিবস উপলক্ষে লম্বা হয়েছে ছুটির তালিকা। এছাড়া মাসের দ্বিতীয় এবং মাসের চতুর্থ শনিবার অর্থাৎ ১০ এবং ২৪ তারিখও ব্যাংক বন্ধ থাকবে। ১২ তারিখ, সোমবার রয়েছে ইদুজ্জোহা। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। ১৭ তারিখ পার্সি নববর্ষ। ২৩ আগস্ট জন্মাষ্টমী। এতদিন ব্যাংক বন্ধ, তাই চিন্তার ভাঁজ গ্রাহকদের কপালে।

Related Articles

Back to top button