ক্লাসরুম ভর্তি পড়ুয়ার মাঝেই প্রেমিককে জড়িয়ে ধরে চুমু খেলেন প্রেমিকা। নিমেষেই ভাইরাল সেই ছবি। পড়ুয়া ভর্তি ক্লাসরুমের এরূপ ঘটনা ক্লাসরুমের পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। ক্লাস চলাকালীন ক্লাসরুমে নিজেদের জন্য কিছুটা সময় বের করে একান্তে সময় কাটাচ্ছিলেন দুই পড়ুয়া৷
অনেকক্ষণ ধৈর্য্য ধরেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ধৈর্য্য ও সহ্যের বাঁধ ভেঙে কাছের মানুষের প্রতি প্রেমের প্রকাশে প্রকাশ্যেই অন্তরঙ্গ হয়ে পরে দুই পড়ুয়া৷ প্রেমিককে জড়িয়ে ধরে চলে প্রেমিকার ঘন ঘন উত্তাল চুম্বন। নিমিষেই অন্য এক পৃথিবীতে যেন উপস্থিত হয় তারা।
আশেপাশের পরিস্থিতিকে উপেক্ষা করে ক্রমাগত চলতে থাকে এই প্রেমলীলা। ক্লাস রুমে এরূপ আচরনের কারণ কি এই নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কী করছিলেন বা কেন করছিলেন ? এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন সেই প্রেমিক যুগলই।