গতকাল শনিবার লর্ডসে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে আর্চারের বাউন্সারে মাথার আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল স্টিভ স্মিথকে। জোফরা আর্চারের এই বাউন্সার তাঁর কানের নিচে ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান স্মিথ। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে ইংল্যান্ড এবং অস্ট্রলিয়ার উভয় ক্রিকেটাররা। ঠিক সেই সময় লক্ষ্য করা গেছে একটু দূরে দাড়িয়ে ইংল্যান্ডের উইকেটকিপার জস বাটলার এবং আর্চার হাসাহাসি করছেন।
এই নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। স্মিথ এই অবস্থায় বেশ কিছুক্ষন মাটিতে শুয়ে ছিলেন। তারপর অস্ট্রেলিয়া দলের ফিজিও রিচার্ড-শ মাঠে এসে আঘাত পরীক্ষা করে দেখেন। কিন্তু অস্ট্রেলিয়া দলের চিকিৎসক এর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান স্মিথ। যখন ১৫২ বলে ৮০ রানে ব্যাটিং করছিলেন ঠিক সেই সময় আহত হন স্মিথ। স্মিথ প্যাভিলিয়ানে ফেরত যাবার পর ব্যাট করতে আসে পিটার সিডল। কিন্তু পিটার সিডল আউট হবার পর ফের ব্যাট হাতে নামতে দেখা যায় স্টিভ স্মিথকে। কিন্তু ক্রিস ওকসের বলে আউট হয়ে মাত্র ৮ রানের জন্য এই সিরিজের তৃতীয় শতরান থেকে বঞ্চিত হতে হয় তাকে। শেষ অবধি, প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৫০ রানে শেষ হয়। জানা গিয়েছে, স্টিভ স্মিথের চোট খুবেই গুরুতর। চলতি অ্যাসেজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। আপাতত কয়েকদিনের জন্য ক্রিকেটকে বিদায় জানালো স্টিভ স্মিথ।